মামলা নং- ০৩/২০১৩--অত্র আবেদন পত্রখানি চুড়ান্ত নিস্পত্তির জন্য অত্র গ্রাম আদালত সম্মুখে উপস্থিত হওয়ায় ৩:০ জনের সংখ্যা গরিষ্ঠতায় আদেশ প্রদান করিতেছি যে, স্বাক্ষীগনের স্বাক্ষের ভিক্তিতে প্রমানীত হয় যে, ২নং বিবাদী নওয়াব আলী ১ নং বিবাদীর সহায়তায় বাদীনির জমিতে থাকা ১৬টি পরিপক্ক বাশ কর্তন করিয়াছে। সেহেতু ২নং বিবাদীকে দোষী সাবস্ত করা হল। ২নং বিবাদীকে ক্ষতিপূরন বাবদ মোট = ২৪০০/- টাকা আগামী ৩০ দিনের মধ্যে বাদীনির বরাবরে পরিশোধ করার জন্য আদেশ প্রদান করা হল। অন্যথায় বাদীনি আইনের বর্ণিত পন্থায় টাকা আদায় নিতে পারবেন। তাং- ২৯/০১/২০১৪ ইং গ্রাম আদালতের চেয়ারম্যান